প্রিয় HSC শিক্ষার্থীরা,
তোমাদের এখন মূল লক্ষ্য বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাতে প্রতিটি বিষয়ের উপর সম্মুখ ধারাণা থাকে। এর জন্য বোর্ড পরীক্ষার সকল বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। কারণ সকল বিষয়ে ভালো রেজাল্ট না করলে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আশানরূপ রেজাল্ট হবে না। এছাড়া তথ্যপ্রযুক্তির এই যুগে ICT বিষয়ের গুরুত্ব অনেক বেশি। এখন অনেকেরই স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়ালেখা করার। তাদের জন্যেও প্রাথমিক ভিত্তি তৈরি হয়ে যাবে এর মাধ্যমেই।
তবে বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতির এই ধারায় অনেকেই ICT বিষয়টিকে কম গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। কিন্তু তা ভাবার সুযোগ নেই। সকল বিষয়ের সমন্বয়ে ভালো রেজাল্ট করতে চাইলে এই বিষয়েও পড়ালেখা করতে হবে আরও পুঙ্খানুপুঙ্খভাবে। তাই যাদের মূল টার্গেট ICT বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি তাদের জন্য আমাদের আয়োজন “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)-HSC” কার্যক্রম।
এটি একটি পূর্ণাঙ্গ রেকর্ডেড কোর্স। যাতে সকল টপিক আলোচনা ও কুইজ পরীক্ষার ব্যবস্থা করা আছে। আশাকরি তোমাদের কোর্সটি ICT তে দক্ষ হতে সাহায্য করবে।
Course Features
- Lectures 50
- Quizzes 1
- Duration 12 weeks
- Skill level All levels
- Language English
- Students 11
- Assessments Yes